ফুলপুরে ৩২ কেজি গাঁজা সহ এক নারী মাদক কারবারি আটক

0
158

 

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে চট্টগ্রাম থেকে শেরপুর গামী শামীম এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন মোছাঃ ফাতেমা বেগম (৩৮) স্বামী কামাল হোসেন, পিতা মৃত আবুল কাশেম, মাতা মরিয়ম বেগম সাং- গোলাইকরা,ইউনিয়ন ১৪ নং আলকরা, থানা চৌদ্দগ্রাম জেলা কুমিল্লা।

জানা যায় ,চট্টগ্রাম থেকে শেরপুর গামী শামীম এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ গাঁজা শেরপুর নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ২১শে জুন) সকাল ৮ টায় ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার পোস্ট অফিসের সামনে থেকে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি ফাতেমা কে আটক করা হয়।
ফুলপুর থানার চৌকস অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন এ-র তত্ত্বাবধানে
এসময় অভিযান পরিচালনায় ছিলেন, এসআই রবিউল, এস আই খালেক,, কনস্টেবল নজরুল, কনস্টেবল লিজা সরকার , ড্রাইভার মনসুর আলী,

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
এ ঘটনায় ফুলপুর থানায় মামলা দায়ের শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here