বগুড়ার কাহালুতে দু’টি ব্যালটসহ আটক ১

0
292

বগুড়া জেলা প্রতিনিধিঃ ২৬ ডিসেম্বর রোববার বগুড়া জেলার কাহালু উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিকে উপজেলার মুরইল ইউনিয়নের ডোমরগ্রাম ভোটকেন্দ্রে দুটি ব্যালট পেপারসহ মোঃ মন্তাজ ফকির (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। মন্তাজ ফকির ডোমরগ্রামের আঃ সাত্তারের পুত্র।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ৮ ইউনিয়ন পরিষদের মোট ৭৩ টি কেন্দ্রে একযোগে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি ভোটকেন্দ্রে ভোট চলাকালিন সময়ে ভোটারদের ছিলো দীর্ঘ লাইন।

এদিকে ভোট শুরুর দিকে নিজ নিজ এলাকায় বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীদের প্রভাব থাকলেও স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যপক তৎপরতায় কোথাও কোন ধরনের অপ্রীতির ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলার নারহট্ট ইউনিয়নের লহরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাহিরে আওয়ামীলীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে বেলা ১২ টার দিকে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রন করেছে। সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারায় ভোটাররাও সন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান জানান, রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যামকর্মীসহ সকলের সহযোগীতায় এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here