বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

0
156

আলিফ আরিফা হক, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগর ও জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে ১৫ই আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর প্রেসক্লাব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি
বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ভাওয়াল মির্জাপুর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠণ অলাদাভাবে এ দিবসের নানা
কর্মসূচী পালন করেছেন।

এছাড়াও আলোচনা সভা দোয়া মাহফিল ও কোরআনখানির মধ্য দিয়ে গাজীপুর
প্রেসক্লাবে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গাজীপুর প্রেসক্লাবের
সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ
সম্পাদক রাহিম সরকার, সহ-সভাপতি সৈদয় মোকছেদুল আলম, সাংগঠনিক
সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, দফতর সম্পাদক সাদেক আলী প্রমুখ।

এসময় প্রেসক্লাবের সাধরণ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here