বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

0
114

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ( ময়মনসিংহ ) থেকেঃ নেত্রকোনার আটপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে।

শনিবার(৩০ জুলাই) বিকেলে আটপাড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আটপাড়া কেন্দুয়া ৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম ও আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বানিয়াজান ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদৌস রানা আনজু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার রাবিয়া সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম, শুনৈই ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান, লুনেশ্বর ইউপি চেয়ারম্যান শাহজাহান কবির, সুখারী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা ও আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ,সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here