এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয় করবেন বলিউডের আদিল হুসেন। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে নতুন সিনেমা নির্মাণ করবেন বলিউডের রিচি মেহতা। সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘ব্যাটল ফর বেঙ্গল’।
বলিউডের আদিলের সঙ্গে সিনেমায় একাধিক বাঙালি অভিনেতাদের দেখা বলে জানা গেছে। চলতি বছর ১০ মার্চ লোকেশন দেখতে বাংলাদেশে আসেন পরিচালক রিচি। তার সঙ্গে ছিলেন সিনেমাটোগ্রাফার আমির মোকরি ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে যায় শুটিং। আসছে বছর মার্চে চিত্রায়ণ শুরুর পরিকল্পনা করছেন পরিচালক।