বন্যার্ত মাধ্যমিক শিক্ষার্থী ও অভিবাভকদের মাঝে উপহারের কাপড় ও নগদ অর্থ বিতরণ

0
117

আকিকুর রহমান রুমন,বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যার্ত মাধ্যমিক শিক্ষার্থী ও অভিবাভকদের মাঝে সহপাঠিদের উপহারের কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৪ জুলাই সোমবার দুপুর ২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যাবস্থাপনায় ও হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় ১শ ৪০ জন শিক্ষার্থী ও অভিবাভকদের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ‘র সভাপতিত্বে উপহার ও নগদ অর্থ বিতরণ করেন প্রফেসর আব্দুল মান্নান পরিচালক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল উল্লা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী,সাধারন সম্পাদক আহসান হাবিব মানিক,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ।
হবিগঞ্জ জেলার বানিয়াচং,নবীগঞ্জ ও লাখাই উপজেলা ব্যাতিত অন্যান্য উপজেলায় বন্যা আক্রান্ত না হওয়ার কারণে ওই সমস্ত উপজেলার শিক্ষার্থীগণ তাদের সহপাঠিদের জন্য নিজেদের কাপড় উপহার হিসেবে বন্যা আক্রান্ত উপজেলাগুলোতে পাঠিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,এই কার্যক্রম এক সপ্তাহব্যাপী চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here