কে এম হারুন, নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচিত জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বরগুনার বেতাগী থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে মঙ্গলবার দুপুরে ডিআইজি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক ও বেতাগী থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ আলম , পরে বেতাগী থানা হলরুমে, পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক এর সভাপতিত্বে , প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ বরিশালের, ডিআইজি, এস এম আক্তারুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা সদর ও বেতাগী সার্কেল মেহেদী হাসান, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীন সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি , বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বেতাগী থানায় সুধি সমাবেশে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।