বলতে চাইনা কিন্তু সামাজিক দায়বদ্ধতা বাধ্য করে-আনিসুল ইসলাম আশরাফী

0
223

এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ বহুল প্রচারিত আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম এর চিফ এডিটর সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী’র সোসাল মিডিয়া প্রকাশিত একটি মন্তব্য যা হুবহু নিম্নে তুলে ধরা হল।

সংবাদ দখলের প্রতিযোগিতা না কি প্রশাসন দখলের ? বুঝে উঠার মত জ্ঞান এখনো লব্দ হয়নি আমার ! তবে এটা ধরে নিতে পারি যে, এখানে কে কাকে দূরে ঠেলে দিবে এ নিয়ে চলছে এক অসুস্থ ও দুর্বল প্রতিযোগিতা! যেমনটি সাধারণত খামারে “ডে ওল্ড চিকে ” র খাবার বা পানি গ্রহণে দেখা যায়।
অথচ কোন এলাকার নাগরিক হিসেবে সরকারের উন্নয়নে সে এলাকার যে কোন মতবিনিময় সভায় সকল শ্রেণি বা সংস্থার সাংবাদিকদের অংশগ্রহণ যেখানে জরুরি সেখানে আংশিকদের নিয়ে শলা পরামর্শের মান্ধাতাআমলের মরিচাযুক্ত ধ্যানধারণা কেন ? এর উত্তর আজ পাইনি!
মূলত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা কিছু লোক আত্মচেতনায় বিশ্বাসী, যে কারণে উন্নয়ন হচ্ছে বাধাগ্রস্ত, জনগণ বিভ্রান্ত, নানাজনের নানা শঙ্কা! শত কোটি টাকার উন্নয়ন হলেও সাংবাদিকতার নামে এক শ্রেণীর কাছে স্বেচ্ছায় জিম্মি থাকার ফলে আমজনতার কাছে পৌছাতে পারছেনা উন্নয়নের ধারাবাহিক ইতিকথা। তৈরি হচ্ছে বিরোধী প্লাটফর্ম! এর সকল প্রভাব পড়ছে সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের উচিত সিন্ডিকেটের বাইরে আসা তবেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে অসাম্প্রধায়িক অংশগ্রহণমূলক মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও দালাল মুক্ত সমাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here