মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার পক্ষ থেকে ২রা ডিসেম্বর রোববার দুপুরে উপজেলা প্রশাসনের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ করে ফুলেল শুভেচছা বিনিময় করেন নবগঠিত ” বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর শাখার সদস্য ও স্হানীয় সাংবাদিক বৃন্দরা ” সংগঠনের আহ্বায়কের নেতৃত্বে প্রথমে মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মহিউদ্দিন মঈন পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক শেষে মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক এর সাথে স্বাক্ষাৎ করেন।
এসম উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের আহ্বায়ক মোঃ শামীম মিয়া, সদস্য সচিব , মোঃ জসিম উদ্দিন, যুগ্ন আহ্বায়ক মির্জা মোজাম্মেল হক, যুগ্ন আহ্বায়ক অলিউল্লাহ, যুগ্ন আহ্বায়ক কাইয়ুম সরকার, সদস্য অর্থ মোবাশ্বির হোসেন, সদস্য সাংগঠনিক আজিজুর রহমান, দৈনিক দেশ সেবা পত্রিকার ভ্রাম্যাণ প্রতিনিধি মোঃ মাসুদ লস্কর এবং এফআইআর টিভি অনলাইন এর ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক এম এ কাদের প্রমূখ।