মোঃ এনাম মিয়াঃ জনস্বার্থে সাংবাদিকতা ও সাংবাদিকতা নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২৮শে অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার জাতীয় পার্টির মিলায়াতনে এই সম্মেলনটি অনুষ্ঠিত । সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রীব মুক্তিযোদ্ধা বাংলাদেশের সূর্য সন্তান, মাধবপুর পৌরসভা বার বার নির্বাচিত সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম।
শাহ মোঃ মুসলিম’কে প্রধান উদ্বোধক করে ,উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়। বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক এস এম শামীম আহমেদ এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেলালের সঞ্চালনায় পবিত্র কুরআনুল কারিম থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে সম্মলনের কাজ শুরু করেন।
উদ্ভোধক: জনাব শাহ্ মুহাম্মদ মুসলিম, সাবেক মেয়র, মাধবপুর পৌরসভা, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ প্রেসক্লাব, মাধবপুর উপজেলা শাখা।
প্রধান অতিথি: শেখ আব্দুল কাদির কাজল, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব, হবিগঞ্জ জেলা শাখা ও সাধারণ সম্পাদক, সিলেট বিভাগ।
প্রধান বক্তা: এম. এ হান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব, হবিগঞ্জ জেলা শাখা। মুজিবুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব, হবিগঞ্জ জেলা শাখা জনাব মুতালিব তালুকদার দুলাল, সাংগঠনিক সম্পাদ, বাংলাদেশ প্রেসক্লাব, হবিগঞ্জ জেলা শাখা
বিশেষ অতিথি: মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, ভাইস চেয়ারম্যান, মাধবপুর উপজেলা পরিষদ। ফকির কায়সার আহমেদ, সদস্য সচিব, জাতীয় পার্টি, মাধবপুর উপজেলা শাখা। শাহ মনছুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব, হবিগঞ্জ জেলা শাখা, এড. মুহিত মিয়া, আইন বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ প্রেসক্লাব, মাধবপুর উপজেলা শাখা। মোঃ নিজামুল ইসলাম জুয়েল, সাবেক সাব-ইডিটর, একুশে টিভি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।সভাপতিত্ব করেন, এস.এম শামিম আহমেদ, আহ্বায়ক, বাংলাদেশ প্রেসক্লাব, মাধবপুর উপজেলা শাখা।
অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি শেখ আব্দুল কাদের কাজল ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ হান্নান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক তালুকদার দুলাল ও আব্দুল হান্নান , নিজামুল ইসলাম জুয়েল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল কাদির কাজল বলে, বাংলাদেশ প্রেসক্লাবের মাধবপুর উপজেলা আহ্বায়ক কমিটি গত ২৯শে ডিসেম্বর ২০২১ইং তারিখে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল,কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের স্বাক্ষরিত অনুমতির মাধ্যমে। তাছাড়া নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে নিজেকে একজন সত্যিকারের কলম যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হবে, নয় কোন সাংবাদিক দেশ ও জাতির জন্য ভালো কিছু উপহার দিতে পারবে না , এবং প্রত্যেক সাংবাদিককে তার সততা ও নৈতিক আদর্শকে যেন বিসর্জন দিতে না হয় সে দিকে লক্ষ্য রেখে কাজ করতে উদ্বুদ্ধ করেন। এবং বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মাইটিভির সাবেক প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের পরিচালক ও এফআরআই টিভি অনলাইন এর ম্যানেজিং ডিরেক্টর এবং দৈনিক আজকালের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ( হবিগঞ্জ) সাংবাদিক এম এ কাদের ও বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদন্দিতা সভাপতি নির্বাচিত হয়েছেন আহ্বায়ক কমিটি আহ্বায়ক এস. এম শামীম আহমদ।
৷ এছাড়া সাধারন সম্পাদকসহ সকল পদে একাদিক প্রার্থী থাকায় পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে জেলা কমিটির সর্বসাক্যুলক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার ব্যক্তিবর্গ।