বানিয়াচংয়ের তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
171

আকিকুর রহমান রুমন, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামে নওশি আক্তার নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।

১১ জুলাই বিকেলে মথুরাপুর গ্রামের ঐ জননীর পিতার বাড়ির নিজ বসত ঘরের বারান্দার দক্ষিণ কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।সে ওই গ্রামের সৌদি প্রবাসী মজিবুর রহমানের স্ত্রী এবং মোহাম্মদ ধন মিয়ার কন্যা।

পুলিশ সূত্রে জানাযায়,তাদের ঘরের কাঠের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়া গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরণ করে নওশি।
তার স্বামী ৩/৪ বছর ধরে সৌদি আরবে বসবাস করেছেন।
খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হুসেন ও পুলিশ পরিদর্শক(তদন্ত) কবির হোসেন, এসআই বাবুল মিয়া, এএসআই রিমন ঘোষসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।
এবং সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেন।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হুসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আপাতত এই আত্মহত্যার কারন জানা যায়নি তবে এঘটনায় তদন্ত চলছে এবং ময়না তদন্তের রিপোর্টে আসলে বলা যেতে পারে এটি আত্মহত্যা না অন্যকিছু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here