বানিয়াচংয়ে আমবাগান উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন

0
221

বানিয়াচং ( হবিগঞ্জ)  প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ভোধন করেছেন হবিগঞ্জ -২ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

বৃহস্পতিবার ২৪ মার্চ বেলা ১১ টায় আমবাগান উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ভোধন শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিদ খান বলেন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। ‘যে জাতি যত বেশি শিক্ষিত,সে জাতি তত বেশি উন্নত।আর একটি দেশকে দারিদ্র্যমুক্ত ও উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই।এ কারনেই বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।তাই শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এমরান হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,রোটারিয়ান রেজাউল মোহিত খান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়,প্রধান শিক্ষক আবু ছাদেক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্জন দেব, সাংবাদিক হৃদয় খান, শেখ সজীব হাসানসহ দলীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here