বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
77

আকিকুর রহমান রুমন, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে এই সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ পালন করা হবে বলে।
এ উপলক্ষ্যে ২৪ জুলাই রবিবার সকাল ১১টায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও কামরুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নূরুল একরাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃআব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান বলেন,এখন আর আগের মত দেশী মাছ পাওয়া যায়না।
কারণ বর্ষাকালে দেশিয় মাছ বড় হতে না হতেই কারেন্ট জাল সহ বিভিন্ন জাল দিয়ে মাছ ধরা হয়।
এমন কি মাছ ধরতে বিষ প্রয়োগ করা হয়ে থাকে।
যাতে দেশিয় মাছের প্রজনন সহ মাছের বংশবিস্তারে বাধা হয়ে দাড়াচ্ছে।
এ সময় সংসদ সদস্য দেশিয় প্রজাতির মাছ রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, পিআইও মলয় কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজিমুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আকিকুর রহমান রুমন,শেখ নূরুল ইসলাম,আক্তার হোসেন আলহাদী,আলমগীর রেজা ও সাজ্জাদুর শাহ সুমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here