বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে সমিতির টাকার হিসাব নিয়ে দ্বন্দের জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন হেপি আক্তার (২৪) স্বামী পারভেজ ইসলাম। অপর আহতরা হলেন নবম শ্রেণির ছাত্রী শিউলি (১৫) পিতা কালু মিয়া ও শিউলির ছোট ভাই অষ্টম শ্রেণির ছাত্র অপূর্ব মিয়া(১৪)।
ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্ব তোপখানা গ্রামে মঙ্গলবার ২৮ ডিসেম্বর রাত ১১টায়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এলাকাবাসী ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব তোপখানা গ্রামের একটি সমবায় সমিতির জমানো টাকার হিসাব মেলাতে না পারায় সর্দার আবু তালহার সভাপতিত্বে শালিস বৈঠক বসে।
শালিস বৈঠকটি একপর্যায়ে পরবর্তী বৈঠকে সমাধা করা হবে মর্মে সমাপ্ত করা হয়।
এ সময় সমিতির টাকা আত্মসাৎকারী শাবান মিয়ার নির্দেশে তার ভাই সন্ত্রাসী ইউসুফ, কাইয়ূম,মিলাদ, আফজল ও শুভ মিয়া সমিতির সদস্য নিরীহ কালু মিয়ার পরিবারের উপর অতর্কিতে হামলা চালায়।
হামলায় কালু মিয়ার গর্ভবতী মেয়ে হেপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন।এ সময় বোনকে রক্ষা করার জন্য ছোট দু’ভাই-বোন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিউলী ও অপূর্ব মিয়া এগিয়ে আসলে তাদেরকে ও মারপিট করে আহত করা হয়।
হামলার সময় আহতদের ঘরে ঢুকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও আড়াই ভরি স্মর্ণালংকার ও লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসী বাহিনী।
আহতদেরকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানায় একটি মামলার দায়ের করার প্রস্তুতি চলছে।