বানিয়াচংয়ে ২১শে আগস্ট স্মরণে আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
117

বানিয়াচং( হবিগঞ্জ) প্রতিনিধিঃ ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভী রহমান সহ ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন কয়েকশত আওয়ামী লীগের নেতাকর্মী।

ঐদিনটির স্মরণে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
২১ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ টায় বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, নজরুল ইসলাম,আসাদুর রহমান খান, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু,শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ লস্কর, সাহেদ আলী,
১ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান উদ্দিন, সহসভাপতি কৃষ্ণ দেব, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, মোশাহেদ মিয়া, মাছুম খান,আক্কল উল্লা,আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, হাফিজ রহমান,যুবনেতা খলিলুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন,গোলাম রহমান,শংকর গোপ, ছাত্রলীগ নেতা মফিজুর রহমান নাবিল, শেখ রাব্বি,এম এ রাজা,সুমন রহমান।
বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন।
আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ নূরুল আমীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here