বানিয়াচং এর সাংবাদিকের মাতার ইন্তেকাল এমপি মজিদ খাঁনসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ

0
237

প্রেস বিজ্ঞপ্তিঃ বানিয়াচঙ্গের বিশিষ্ট সাংবাদিক সর্দার আজিমুল হক স্বপন এর মাতা আলহাজ্ব আয়েশা হক (৭৬) আর নেই।  রবিবার ৭ই ডিসেম্বর সকাল ৮টা ১০ মিনিটে সৈদারটুলা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ৬ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। বাদ আছর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, ১নং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া ও মোত্তাকিন বিশ্বাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here