বান্দরবানের সড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত-০৬

0
17

ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলা পাহাড়ি সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। (২০শে মার্চ)সোমবার দুপুরে রুমা উপজেলার বগালেক সড়কের ঢালু পথে দুই ট্রাকের এ সংঘর্ষ হয়।

নিহত ও আহতরা রুমা উপজেলার থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে ৫ জন নারী ছিলেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বগালেক থেকে ট্রাকে করে থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার ১৬-১৭ জন বাসিন্দা ভিজিএফের চাল আনতে রুমা সদরে আসছিলেন। পথে বগালেকের ঢালু রাস্তা দিয়ে ওই ট্রাক রাস্তা দিয়ে নামার সময় আরেক ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং পরে আরও দুজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

বান্দরবান রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, রুমার বগালেকের সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হন। আহত ১২ জনকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here