বিএনপিকে নির্বাচনে আনতে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ ব্যক্তিগত: তথ্যমন্ত্রী

0
132

স্টাফ রিপোর্টারঃ বিএনপিকে নির্বাচনে অংশ নিতে মার্কিন কর্তৃপক্ষকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একান্তই তাঁর ব্যক্তিগত বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তাঁর বক্তব্য একান্তই ব্যক্তিগত, সরকারের কিংবা আমাদের দলের বক্তব্য নয়।’

বৃহস্পতিবার ৭ই মার্চ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হাছান মাহমুদ। এ সময় সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকাল বিএনপিকে নির্বাচনে আনতে মার্কিন কর্তৃপক্ষকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে গত সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় বেলা দেড়টার দিকে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন।

বৈঠকে নির্বাচন প্রসঙ্গ এসেছে উল্লেখ করে বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বিএনপি যাতে নির্বাচনে অংশ নেয়, সে জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, এ জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। একটি দল ছাড়া সবাই ভোটে অংশ নেয়। মিলিটারির দ্বারা তৈরি হওয়া দলটি নির্বাচনে অংশ নেয় না। তাদের (বিএনপি) নির্বাচনীয় প্রক্রিয়ায় আনেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here