এম.এম.এইচ সরকার, বগুড়া থেকেঃ বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর বিদ্যুৎ কর্মী আব্দুল হান্নান হত্যা মামলার এজাহার নামীয় আসামি রাখাল চন্দ্র মহন্ত (৫০)কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
শিবগঞ্জ থানাধীন মহাস্থানগড় এলাকা হতে উক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাখাল চন্দ্র মহন্ত (৫০) শিবগঞ্জ থানার বামুনিয়া গ্রামের লক্ষ্মীকান্ত মহন্তর ছেলে।
এর আগে গত ১০ জুলাই ২০২২ ইং তারিখে বিদ্যুতের কর্মীগণ অবৈধ বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করতে অভিযান চালান। এজাহার নামীয় আসামি মোঃ রেজাউল করিম ডিস ব্যবসায়ী ও মোঃ আবু সাঈদ এর বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদুৎ অফিসের কর্মরত লোকজন গেলে এজাহার নামীয় আসামীগণ ও অন্যান্য লোকজন মিলে ভিকটিম বিদ্যুতকর্মী আব্দুল হান্নানকে এলোপাথারি পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে বগুড়া সিআইডি ইন্সপেক্টর আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।