বিভাগীয় গন সমাবেশ উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
122

জাহাঈীর আলম, ভালুকা( ময়মনসিংহ) থেকেঃ আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ভালুকা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ব্যারিস্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সামছুদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহ খান রুবেল, বিএনপি নেতা অ্যাড. ওসমান গনি মল্লিক মাখন, গোলজার হোসেন, সাখাওয়াত পাঠান, রহিম আকন্দ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু তার বক্তব্যে বলেন, আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন সফল করতে যেকোন বাধা, বিপত্তি ও পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে উপজেলা বিএনপি। এসময় উক্ত অনুষ্ঠান সফল করতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা তারেক উল্যাহ চৌধুরি, মতিউর রহমান মিল্টন, তাজমুল হক মন্ডল, মোহাইমিনুল ইসলাম, পৌর যুবদল নেতা রফিকুল ইসলাম, শাওন, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদ উল্যাহ চৌধুরি ধ্রুব, তোজাম্মেল হক বকুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আবুল বাশার মন্ডল, ডা. কামরুল ইসলাম, শ্রমিক দল নেতা শাহ মো: সুজন, ছাত্রদল নেতা লুতফর রহমান খান সানি, রিয়াদ পাঠান, মিয়াদ খান, মৃদুল, কায়েস প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ১১ টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ, সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, তেল গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং, সারাদেশে বিএনপির সমাবেশ, মিছিলে হামলায় নেতাকর্মী নিহত, মামলা ইত্যাদির প্রতিবাদে আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় গনসমাবেশ করবে বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here