স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকাসহ সারাদেশে করোনার মহামারীতে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। সকলের মনে স্থান করে নিলোও কিছু কিছু পুলিশের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ পুলিশ শব্দটি।অনুসন্ধানে জানা যায় ।তৎকালীন বনানী থানার (ওসি) বি এম ফরমান আলী বর্তমান বিমানবন্দর থানা । তার অফযোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। মামলায় অপরাধ বিচিত্রা সংবাদকর্মী স্বাধীন কে মিথ্যা মামলা ফাসালে ও দীর্ঘ অনুসন্ধানের মূল রহস্য বেরিয়ে আসে। মামলার তদন্ত কর্মকর্তা সাক্ষীর ভিডিও ইতিপূর্বে অপরাধ বিচিত্রা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে জমা দেওয়া হয়েছে। তৎকালীন বনানী সাবেক ওসি ফরমান সাক্ষী ও তদন্ত কর্মকর্তাকে হুমকি দিয়ে হুমকি দিয়ে চার্জশিট কোর্টে প্রেরণ করেন। সাক্ষী রাহুল আলামিন সিকদার বলেন ওসি ও তাহের স্যারের নির্দেশেই আমি সাক্ষী দিয়েছি। স্যারেরা বলেছে সংবাদকর্মী স্বাধীন কে ফাঁসাইতে হইবো, ওরে না ফাঁসাইলে আমগো চাকরি থাকবো না।ডিএমপি’র বনানী থানার সাবেক (ওসি) বি এম ফরমান আলী, এসআই শাহিন আলম,এএসআই সুজন সাহা, এ এস আই ইমরান, মামলার তদন্ত কর্মকর্তা আবু তাহের ভূঁইয়া । স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ।আবু তাহের ও ফরমান আলীর কর্মকান্ডে মানুষ ভয়ে টু শব্দটিও করেননি। যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর বহু ভুক্তভোগী অভিযোগ করেছেন। সম্প্রতি একটি মামলায় তাদের বানানো একজন মিথ্যা সাক্ষীর সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।