বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের লক্ষে দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ই আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের ঘাটপাড় আ’লীগের দলীয় কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমুলক সভায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু,
রহমত আলী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার,দিওড় ইউনিয়ন আ’লীগের সভাপতি হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক খুরশিদ আলম মানিক, মেহেদী হাসান, যু্বলীগের সহ-সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।