মোঃ নয়ন হাসান, বিরামপুর ( দিনাজপুর) থেকেঃ “মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২রা মার্চ) দুপুর ১২টায় সময় উপজেলা নির্বাচন কার্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় আয়োজিত জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু,উপজেলা নির্বাচন অফিসার মেরাজ হোসেন, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইনতিয়াজ আহমেদ কামাল, ইছাহাক আলী, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।