বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “বিশ্ব মা দিবস” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৫ই মে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, বিরামপু মহিলা কলেজের অধ্যক্ষ (ভার) মেসবাউল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু সহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন, উপজেলার নারী উদ্যোক্তাগণ, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার কিশোর -কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।