স্টাফ রিপোর্টারঃ ১২ মে শুক্রবার রাত ০৯ ঘটিকায় বালুচর নতুন বাজার শেখ মনির উদ্দিন মার্কেটে বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে সকল সদস্যদের ঈদ পূর্ণমিলনী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুমুর রহমান মাছুম।
অনুষ্ঠানে সংস্থার সহ সভাপতি-সিরাজুল ইসলাম সিরাজ-‘এর সভাপতিত্বে, ফয়জুর রহমান ফয়েজ ও মাওলানা মাছুমুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, মানবতার ফেরিওয়ালা, ইউকে কমিউনিটি নেতা, আল্ ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা , ও বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা শেখ সফিক উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সংস্থার সিনিয়র সহ সভাপতি এডভোকেট মুহিবুর রহমান, টুলটিকর ইউনিয়ন আওয়ামিলীগ সেক্রেটারি কোমর উদ্দিন খান। সংস্থার উপদেষ্টা এডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী,উপদেষ্টা আতাউর রহমান চৌদুরী,।
অনুষ্ঠানে সংগঠনের সার্বিক বিষয় নিয়ে
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ হোসেন জামান। ও প্রধান অতিথি তার বক্তব্যে, বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যদের এই সংস্থা নিয়ে কাজের, উন্নয়নমূলক কার্যক্রম সাহায্য সহযোগিতা অবদানের কথা উল্লেখ করে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঈদ পুনর্মিলনী পরিচিতি সভা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও প্রবাসের সবার কাছে সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম শেখ মনির উদ্দিন এর আত্মার মাগফিরাত কামনা করেন ও সংস্থার সকল সদস্য নেতৃবৃন্দের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে,সংস্থার কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন – কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ গয়াস উদ্দিন, সহ সভাপতি এডভোকেট মুহিবুর রহমান, সহ সভাপতি ক্বাজী মুহিবুর রহমান, সহ সভাপতি সিরাজুল ইসলাম।
সাধারণ সম্পাদক আশরাফ হোসেন জামান,- যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুমুর রহমান,
সহ সাংগঠনিক সম্পাদক শাহআলম, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সহ অর্থ সম্পাদক আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক ফজলুল হক চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ক্বাইয়ুম, সদস্য এম’এ রহিম, সদস্য মোঃ শিরু মিয়াসহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,শাহ আলম আহমেদ, ফয়জুল হক চৌধুরী, মোঃ সাবু আহমেদ সাবু, আজিজুর রহমান চৌধুরী, শিরু আহমেদ, মোঃ নুনু মিয়া, আব্দুস সালাম, সাজ্জাদ মিয়া, শহিদ আহমেদ শহিদ, মোখলেস, জাহাঙ্গীর আহমেদ ,জালাল মিয়া, আল-ইসলাহ্ একতা কল্যাণ সংস্থার আহবায়ক মোঃ হেলু আহমেদ, সজল আহমেদ, কালু মিয়া, মঈন উদ্দিন, রিয়াজ মিয়া, আব্দুল হান্নান, এনামুল হক শামীম, রুবেন আহমেদ, আমিনুর রহমান, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা এমরান আহমেদ, মেহেদী হাসান রানা, ভুলন আহমেদ, আলামিন আহমেদ, সুমন আহমেদ, ইকবাল আহমেদ, মোঃ আফজল মিয়া, ইচ্ছাশ্রম সংগঠনের আহবায়ক মোঃ রমজান আহমেদ, মোঃ ফারুক মিয়া, প্রমুখ।