মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি’র উদ্যােগে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি’র সভাপতি আহসান উল্লাহ মাস্টার ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান।
মানববন্ধন ও র্যালিতে বেনাপোলের শত শত শিক্ষার্থীরা অংশ নেন। সকল শিক্ষার্থীদের হাতে নানান রঙের প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মো.সাহিদুল ইসলাম শাহীন প্রমুখ।