আশিকুর রহমান জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে, চলমান পরিস্থিতিতে করনীয় নির্ধারণ করতে রাজনৈতিক ব্যক্তি, ধর্মীয় প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বেলকুচি উপজেলা প্রশাসক।
১৪ আগস্ট ( বুধবার )সকালে, উপজেলা পরিষদের সভাকক্ষে, উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, এ সময় উপস্থিত ছিলেন সেনাকর্মকর্তা মেজর মারুফ, বেলকুচি থানার অফিসার্স ইনচার্জ আনিসুর রহমান, এসিল্যান্ড প্রতীক মন্ডল, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল,উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারী ডা: রুহুল আমিন , জাতীয়তাবাদী দল বিএনপি এর একাংশের উপজেলা আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব মো: বনি আমিন, পৌর আহবায়ক আলতাফ হোসেন , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি উপজেলার প্রধান সমন্বয়ক মুসা হাসেমী সহ সমন্বয়ক বৃন্দ,বেলকুচি প্রেসক্লাবের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ, এ সময় ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।