বেহাল অবস্থার জন্য কে দায়ী? – ফজলুর রহমান

0
71

প্রিয়,,,,,

ছাতিয়াইন ইউনিয়নবাসি, (মাধবপুর) আসসালা-মুআলাইকুম/আদাব। আমাদের এলাকায় সামান্য পরিমানে বর্ষা হয়েছে । ইতিমধ্যেই আপনি দেখতে পাবেন, ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ সংযোগ সড়কের অভাবে, বাশের সাঁকো দিয়ে বা কাপড় বিপদ সীমার উপরে উঠিয়ে বা সাতরিয়ে বড় রাস্তাগুলোতে উঠছে। তাছাড়া, বড় রাস্তা গুলোরতো আরো নাজুক অবস্থা। সারাটা রাস্তাই পেক- কাঁদায় ভরপুর। আমার প্রশ্ন হলো- আমাদের ইউনিয়নের এমন দূরাবস্থা কেন? আমাদের আশেপাশের ইউনিয়নগুলোতেতো এমন নাজুক যোগাযোগ ব্যবস্থা না। প্রতিটি ইউনিয়নে, পরিষদের নিজস্ব একাদিক পাকা রাস্তা রয়েছে কিন্তু আমাদের ইউনিয়নে পাকা রাস্তা দূরে থাক একটি ভাল কাঁচা রাস্তা ও নাই। এর জন্য কি আমারা সাধারণ জনগন দ্বায়ী, না আমাদের নেতৃত্ব? আশাকরি এ ব্যাপারে সকলেই সুচিন্তিত মতামত দিবেন এবং এর থেকে পরিত্রাণের পথ খুঁজবেন।

লেখক : মোঃ ফজলুর রহমান, সহকারী শিক্ষক ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here