শাহরুবা চৌধুরী, বিশেষ প্রতিবেদকঃ স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় জাতিসংঘের স্বীকৃত কমিউনিটি ক্লিনিক মডেলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকেবি শেষ সম্মাননা লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দৈনিক আজকালের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবি সাংবাদিক প্রাবন্ধিক বঙ্গবন্ধু গবেষক আতিক আজিজ।
শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে জাপমানের কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান, দৈনিক আজকালের সংবাদ এর ভারপ্রাপ্ত
সম্পাদক আতিক আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট
মেজবাহ উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, জাপমানের কো চেয়ারম্যান, আজকালের সংবাদ এর প্রধান
সম্পাদক মাছুম, এ, জোয়াদ্দার, সহ সভাপতি সাহিত্যিক লুৎফ্ফর রহমান সরদার, সহসভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ, সহসাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, সম্পাদক নাট্যকার হাবিবুল্লাহ রিপন, পরিচালক সুলতান মোড়ল, সাহিদা আক্তার, নির্বাহী সদস্য আব্দুল আউয়াল প্রমুখ।