ব্যবসায়ীদের সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদাই প্রশাসন প্রস্তুত – ইউ এনও গৌরীপুর

0
1422

মোঃ মোরসালিন, গৌরীপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারের নির্মাণ সামগ্রী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফৌজিয়া নাজনীন । বিশেষ অতিথি হিসেবে ছিলেন আফরোজা আফসানা , উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ছিলেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত ওসি জনাব মাহমুদুল হাসান । আরো উপস্থিত ছিলেন ১ নং মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুশান্ত কুমার রায় তপন , শ্যামগঞ্জ গার্লস হাই স্কুলের সভাপতি জনাব মামুনুর রাশিদ , শ্যামগঞ্জ বাজার ইজারাদার জনাব ওয়াসিম মোড়ল , শ্যামগঞ্জ বাজার নির্মাণ সামগ্রী ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মাসুদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক স্মরণ বণিক সন্টি, সিনিয়র উপদেষ্টা গোলাম রব্বানী নাদিম সহ নির্মাণ সামগ্রীর সকল ব্যবসায়ীগণ।

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব ফৌজিয়া নাজনীন তার বক্তব্যে বলেন ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা , এবং যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন সব সময় প্রস্তুত থাকবে। শ্যামগঞ্জ বাজারে পানি নিষ্কাশের সুবিধা, বাজারে আলোকসজ্জা বাড়ানো , বেশ কিছু ব্যবসায়ীদের দাবি-বাস্তবায়ন করা হবে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত ওসি জনাব মাহমুদুল হাসান বলেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি কোন ধরনের চাঁদাবাজির শিকার হতে হয় তাহলে সাথে সাথে আমাকে জানাবেন আমি আইনগত ব্যবস্থা নিব। বক্তিতা অনুষ্ঠান শেষে সকল সদস্যদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here