ব্রাহ্মণবাড়িয়ায় কুরআন প্রতিযোগিতায় ২য় স্হানে নাসিরনগরের আদনান

0
28

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ ব্রাহ্মণবাড়িয়া সদরের খৈয়াসার মারকাযুত তাক্বওয়া মডেল মাদ্রাসা কতৃর্ক হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতা -২০২৩ সমাপ্ত হলো। জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে আদনান।

নাসিরনগর উপজেলার প্রতিযোগী হাফেজ আব্দুল মতিন আদনান । ১১ই জানুয়ারী বুধবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় জেলার ১৬৬ জন হাফেজ কোরআন তেলওয়াতে অংশ নেন। দ্বিতীয় স্থান অধিকার করায় হাফেজ আব্দুল মতিন আদনান কে পাগড়ি, শুভেচ্ছা স্মারক ও তার পিতাকে সম্মানীত মেহমান হিসেবে সম্মাননা স্মারক পুরস্কার দেওয়া হয়।

হাফেজ আদনান মারকাযুত তাক্বওয়া মডেল মাদ্রাসা,খৈয়াসার, সদর, ব্রাহ্মণবাড়িয়া-এর কৃতি শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহক্বারুল খুদ্দাম কাউসার আহমাদ এনামী হাফেজ আব্দুল মতিন আদনান এর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাফেজ আব্দুল মতিন আদনান এর গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার নুরপুরে ।আদনানের পিতা রাইটার আলাউদ্দিন আওয়ামী তথ্য প্রযুক্তি ফোরামের কেন্দ্রিয় কমিটির সহ- সভাপতি ও একজন লেখক। মা গৃহিণী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here