ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলাধীন ৯নং চাপরতলা ইউনিয়নে বসতভিটা পুকুরে বিলীন হয়ে যাচ্ছে।
১০৫ শতক খাসের জায়গা।
খান্দুরা খাঁ” বাড়ির সাথে সংযুক্ত পিছনে পুকুরের নির্দিষ্ট পার নেই। দীর্ঘ দিন ধরে পুকুরের পার ভেঙ্গে, বসতভিটা ঘর বাড়ি পুকুরের বিলিন হয়ে যাচ্ছে। পুকুরে খাঁ বাড়ির বসতভিটার জায়গা পরে আছে। পুকুরের জায়গা থাকা সত্ত্বেও, পুকুরের কোনো অংশ পাচ্ছেন না বলে দাবি করেন খাঁ পরিবারের সদস্যরা। মাদ্রাসার নাম করণ করে লিজ নিয়ে চাষাবাদ করে লাভবান হচ্ছে এলাকার কিছু প্রভাবশালী লোকেরা। তাদের কাছে পুকুরের পার, বসতভিটা ভাঙ্গনের কথা বললে পাত্তা না দিয়ে এরিয়ে যাচ্ছে। এদিকে পুকুরের ভাঙ্গনের কবলে পড়ে বিলিন হচ্ছে খাঁ বাড়ির সদস্যরা বসতভিটা গুলো। এমতাবস্থায় খাঁ পরিবারের সদস্যদের মোদ্ধে মোঃ রেনু খা, মোঃ শফিকুল খাঁন, মোঃ দেওয়ারিস এবং জুয়েল খাঁনের পরিবার সহ আরো ১০টি পরিবার কষ্টে জীবন যাপন করছেন বলে জানা যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন খাঁ পরিবারের সদস্যরা।