ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক শেখ ছায়েদুল হক

0
109

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) থেকেঃ মাদ্রাসা শিক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন শেখ ছায়েদুল হক । জেলা শিক্ষা অফিস থেকে ৯ থানার শিক্ষকদের মধ্যে তাকে সেরা শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়েছে।

তিনি নাসিরনগর উপজেলার “দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসা”র শিক্ষক। শিক্ষাগত যোগ্যতা ও শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবতাবোধ ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করায় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ প্রথমে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক হিসাবে প্রথম স্থান অধিকার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস । এরপর দ্বিতীয় পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ টি থানার শিক্ষকদের মধ্যেও তিনি সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিস সূত্র জানা গেছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শ্রেণিকক্ষে পাঠদানসহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ের ওপর মূল্যায়ন করেই তাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

শিক্ষক শেখ ছায়েদুল হক বলেন, শ্রেষ্ঠ হওয়ার কোনো টার্গেট মাথায় নিয়ে আমি কাজ করিনি। নিজ দায়িত্ববোধ থেকেই কাজ করেছি। দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসা কতৃর্পক্ষ শেখ ছায়েদুল হকের সাফল্যে গর্বিত। শেখ ছায়েদুল হক জেলা ও উপজেলায় সেরাদের সেরা হয়েছেন। এ গৌরব পুরো নাসিরনগর উপজেলাবাসির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here