ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জেরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অলেক মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অলেক মিয়া রাধানগর গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য বিস্তার, নির্বাচনী বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে রাধানগর গ্রামের বর্তমান মেম্বার মাসুদ মিয়া এবং নবনির্বাচিত মেম্বার মহসিন মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত ৮টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। পরে দুই মেম্বারের সমর্থকেরা সংর্ঘষে লিপ্ত হয়।
এ সময় বর্তমান মেম্বার মাসুদের সমর্থক অলেক মিয়াকে (৫২) পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সংবাদ সংগ্রহ কালে জানাযায় এলাকায় এখনেও থেমে থেমে সংঘর্ষ চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজানচর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি জানান, এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্যে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।