ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ১৩ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন আগামী ১১ নভেম্বর

0
397

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় সহ ১১ নভেম্বর ২ য় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।২৯ সেপ্টেম্বর ২৯২১ রোজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।ঘোষণা অনুযায়ী তফসিল মোতাবেক দেশের ৮৪৮টি ইউনিয়নের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টিতে ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ইউনিয়ন গুলো হলো: গুনিয়াউক, ভলাকুট, গোকর্ণ, হরিপুর, কুন্ডা, পূর্বভাগ, বুড়িশ্বর, ধরমন্ডল, চাপড়তলা, চাতলপাড়, ফান্দাউক, গোয়ালনগর ও নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ।ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও ইউপি সদস্য পদে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ অক্টোবর, আপিল দায়ের করার সূযোগ ২১ হতে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here