নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী হিসেবে পুরস্কারে ভূষিত হলেন নাসিরনগরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার।
২১শে জুন বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের হাত থেকে জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া (সার্কেল)সিনিয়র সহকারী পুলিশ সুপার ও জেলার ৯ টি থানার থানার সকল অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাসিরনগর থানার ওসি অস্ত্র উদ্ধারে শ্রেষ্ট পুরস্কারে ভূষিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুল্লাহ সরকার ও নাসিরনগর থানা পুলিশ।
ওসি হাবিবুল্লাহ সরকার কে নাসিরনগর বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নাসিরনগরের সুশীল সমাজের প্রতিনিধিগণ।