ব্রাহ্মণবাড়িয়ার আতুকোড়া গ্রামে ইঁদুরের ওষুধ খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু

0
411

মোঃ জুয়েল খানঁ, নাসিরনগর উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে মারিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারিয়া নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের রহিজ আলীর মেয়ে। মারিয়ার স্বজনরা জানান, ইঁদুরের উৎপাত থেকে বাঁচার জন্য ঘরে ওষুধ রাখা হয়েছিল। শনিবার সকালে সবার অগোচরে মারিয়া ও তার বোন লিজা (৩) ওই ওষুধকে চকোলেট ভেবে খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারিয়ার মৃত্যু হয়। লিজা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ইঁদুরের ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here