এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় কর্মীদের সাথে হেফাজতে ইসলামের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
ব্রাহ্মণবাড়িয়ায় ও কিশোরগঞ্জেও উভয়পক্ষর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে হেফাজত কর্মীরা স্থানীয় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। হেফাজত কর্মীদের তীব্র প্রতিরোধের মুখে সরকার সমর্থকরা পিছু হটতে বাধ্য হয়। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাণ্ডবের পর ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামগামী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে সকাল থেকে সড়কে অবস্থান নেন হেফাজতের নেতাকর্মীরা।