এম এ কাদেরঃ আমাদের সমাজের প্রতিটি এলাকার আনাচ কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভন্ড পীরের আস্তানা।
ভন্ড পীরদের মুখোশ উন্মোচন করা সমাজের প্রতিটি মানুষের কর্তব্য এই নিয়ে চলছে আমাদের অনুসন্ধান। সকলের সহযোগিতা কামনা করছি।
বর্তমান সময়ে যে সকল পীর মুরিদান ব্যবসায়ী নামধারী ভন্ড পীরের বাজার জম জমাট হয়ে মাঠ তৈরি করা জন্য লাগামহীন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তাদের লাগাম কে ধরবে?
বিভিন্ন মানুষের কাছে থেকে ওরস মাহফিলের নাম ভাঙ্গিয়ে গরু, ছাগল, বেড়া ও মহিষ রোজ পূর্বক আদায় করার জন্য ভয় ভীতি প্রদর্শন করে। এবং নগদ টাকা হাতিয়ে নিচ্ছে তাদের কিছু অসাধু মুরিদানদের’কে দিয়ে। এমনি করে যদি দিন দিন বেড়েই চলে, তাহলে সত্যিকারে পীর ( আল্লাহর ওলী ) প্রশ্নবৃদ্ধ।
তাই আসুন আমরা তাদের মুখোশ উন্মোচন করে সমাজের মধ্যে তাদের আসল চেহারা তুলে ধরার চেষ্টা করি।
বিঃদ্রঃ আপনার চোখ কান খোলা রাখুন। কিছু নজরে আসলে আমাদের জানাতে পারেন অথবা সরাসরি আপনার নিকটতম থানা পুলিশ’কে অবগত করুন।
আমাদের সাথে যোগাযোগ করতে কল করুনঃ- 01711991217, E-mail: firtv2016@gmail.com, ই-মেইল করুন: firtvonline@gmail.com