ভারতের মহাত্মা গান্ধী গোল্ডেন এ‍্যাওয়ার্ড  সম্মাননা পেলন আ.লীগ নেতা শফিকুল 

0
110

ভারতের মহাত্মা গান্ধী গোল্ডেন এ‍্যাওয়ার্ড  সম্মাননা পেলন আ.লীগ নেতা শফিকুল

প্রেস বিজ্ঞপ্তিঃ হবিগঞ্জের মাধবপুরে রাজনীতি ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের কোলকাতা থেকে মহাত্মা গান্ধী গোল্ডেন এ‍্যাওয়ার্ড ২০২২এর পেয়েছেন মাধবপুর উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম খান।
জানা যায়,গত ২৫ জুলাই শ্রুতিবৃত্ত ও আলোকিত বাংলাদেশ নামের দুইটি সংগঠন যৌথভাবে এই এ‍্যাওয়ার্ড প্রদান করে।সম্প্রতি এ উপলক্ষে কলকাতার সত্যজিত রায় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্টানে সংস্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে শফিকুল ইসলামের হাতে এ‍্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে।শফিকুল ইসলাম জানান সমাজের মানুষের কল্যান ও মঙ্গল চিন্তায় রাজনীতিতে এসেছেন তিনি।যতোদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন রাজনীতির মাধ্যমে মানুষের উপকার করে যাওয়ার চেষ্টা করবেন।
মোঃ শফিকুল ইসলাম খান মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের হালোয়াপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আজীবন মানুষের সেবা করে যাওয়ার প্রত্যাশা তার।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন ছাত্র লীগ সাবেক সভাপতি, উপজেলা যুবলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার ধারাবাহিকতায় বর্তমানে মাধবপুর উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক সালিশ বিচারের মাধ্যমে অনেক জটিল সমস্যা সমাধান করে এলাকায় প্রশংসা ও সুনাম কুড়িযেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here