ভিকি-ক্যাটরিনার বিয়ের ছবি ফাঁস!

0
359
????-?????????? ????? ??? ????!

আন্তর্জাতিক বিনোদন ডেস্কঃ শত জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন বলিউডের দুই তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের আয়োজনে বেশ গোপনীয়তার আশ্রয় নিয়েছিলেন তারা। অতিথিদের ফোন ব্যবহারও নিষিদ্ধ রাখা হয়েছে। তবুও শেষ রক্ষা হলো না, মালা বদলের পরই ফাঁস হলো নবদম্পতির বিয়ের ছবি।

জানা গেছে, হিন্দু রীতিতেই সম্পন্ন হয়েছে ভিকি-ক্যাটরিনার বিয়ে। বহুল আলোচিত এই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। ওমিক্রনের কারণে তাদের বিয়ের তালিকা থেকে বাদ পড়েছেন বেশ কিছু অতিথি।

বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাতপাকে ঘুরেছেন ভিকি ও ক্যাটরিনা। সাতপাকে ঘোরার আগে গত দুইদিন যথাক্রমে সংগীত ও মেহেদী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিয়ের দিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা। দুর্গের জানালা দিয়ে তার হাস্যোজ্বল মুখসমেত ক্যামেরাবন্দি করেছে পাপারাজ্জিরা।

ভিকি ও ক্যাটরিনার বিয়েতে এত গোপনীয়তা রাখার একটি কারণও রয়েছে। সেটা হলো, তাদের বিয়ের ছবি ও ভিডিও কিনে নিয়েছে আমাজন প্রাইম। ৮০ কোটি রুপিতে ভিডিওস্বত্ত্ব কিনেছে প্রতিষ্ঠানটি। শিগগিরই তারা সেটি প্রচার করবে। তাই কোনোভাবেই ভিডিও কিংবা ছবি ফাঁস করতে চাইছিলেন না নবদম্পতি।

জানা গেছে, প্রচারের জন্য সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্ট বিনামূল্যে বিয়ের আয়োজন করছে। কিন্তু অতিথিদের ভ্রমণ, নিরাপত্তাসহ অন্য বিষয়গুলো ক্যাটরিনা দেখভাল করছেন। অতিথিদের ফোন ব্যবহার, শর্তপত্রে স্বাক্ষর ও অন্য নিয়ম-কানুন নিয়ে ভিকির কোনো মাথাব্যথা ছিল না। এগুলো ক্যাটরিনার পরিকল্পনা। আয়োজনের বেশির ভাগ এই অভিনেত্রীর পছন্দমতো হয়েছে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের ৭৫ শতাংশ খরচই বহন করছেন ক্যাটরিনা। ভিকির ভাগে পড়েছে ২৫ শতাংশ। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here