ভুমি প্রতারক জিয়া জেল থেকে বের হয়েই সাংবাদিক কাদের’কে হুমকি প্রদান

0
183
স্টাফ রিপোর্টারঃ ভুমি প্রতারক আরিফুল ইসলাম জিয়া’র জন্ম স্হান ব্রাহ্মণ্যবাড়ীয়া জেলায় হলেও বর্তমানে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মুসলিমবাগে নিজ নামে বাড়ি করে বসবাস করছে। তার জন্মদাতা পিতার নাম মহোম্মদ আলী, মাতার নাম মোছাঃ সাহারা বেগম। বাড়ি শ্রীমঙ্গল হলেও প্রতারণা ও জালিয়াতির ফাঁদ পেতেছেন হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার হরিতলা এলাকায়। তিনি হবিগঞ্জের বাণী পত্রিকার সাবেক উপদেষ্টা। বিএনপির পেশাজীবি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। বেগম জিয়া, তারেক জিয়াসহ বড় বড় নেতাদের ছবির সাথে নিজের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে প্রচার করে করে যাচ্ছে আরেক প্রতারণা। রয়েছে কিছু ভুইফোর সংগঠনেরও সাথে। এসব কিছুর ভয়ভীতি-হুমকি ধামকি দিয়ে প্রতারণা করেন অসহায় মানুষের সাথে। তার আছে বিশাল এক সিন্ডিকেট। হাতিয়ে নেন কোটি কোটি টাকা। পরে এক ভুক্তভোগী ৩ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ বিচারক সব শুনে গত আগস্ট মাসে কারাগারে প্রেরণ করেন। প্রায় মাসব্যাপী কারাবাস করে চলতি মাসে ( ৫ই সেপ্টেম্বর) জামিন আসেন।
জামিনে এসে আরিফুল ইসলাম জিয়া, সাংবাদিক এম এ কাদের কে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছেন। তার অনিয়মের সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে। এমনি কি লক্ষ টাকার বিনিময়ে যে কোন মিথ্যা মামলায় ফাঁসানোর পাঁয়তারা করছেন এই ভুমি প্রতারক জিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here