খাঁন মোহাম্মদ হারুন, পিরোজপুর (বরিশাল) থেকেঃ ভুয়া চিকিৎসক প্রফুল্ল কেরে নিচ্ছে সুস্থ মানুষের প্রাণ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার আতর খালি গ্রামের ভুয়া চিকিৎসক প্রফুল্ল গ্রামের সহজসরল জীবনযাপন করা মানুষের কাছে একজন ডাঃ পরিচয় দিয়ে করছেন মানুষের জীবন নিয়ে খেলা,সরেজমিন গিয়ে ভুয়া চিকিৎসক প্রফুল্লর চেম্বারে গিয়ে দেখাযায় তাহার সামনে যে,ওষুধ রাখা আছে তাহার সেবন মেয়াদ কোনটি ৩ বছর আগে আবার কোনটি ১/২ বছর আগে শেষ হয়ে গেছে, তার কাছে জানতে চাইলে এসব ওষুধ কেন রাখা হয়েছে কিংবা আপনি কি চিকিৎসক আপনার চিকিৎসা বা রুগী দেখার কোনরকম অনুমতি আছে কিনা তাহাতে কোন সঠিক উত্তর দিতে পারেননি কিন্তু হুমকি দিয়ে বলেছেন আমার চিকিৎসা সম্পর্কে ভান্ডারিয়া উপজেলার অনেক সরকারি বেসরকারি কর্মকরতারা অবগত আছেন এবং স্থানীয় অনেক নেতারা তাহার অনুমতি, তার মদ্ধে একজন নেতার নাম উল্লেখ করেন তার নাম বাসার মল্লিক অন্যতম, আরো বলেন আমার বিরুদ্ধে নিউজ টিউজ করে কোন লাভ নেই এখানে নতুন এসেছেন তাই ক্ষমা করে দিলাম পরবর্তীতে এই এলাকায় দেখলে হাতপা নিয়ে যেতে পার বিনা, স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপ করলে তাহারা জানান প্রফুল্লর চিকিৎসা নিয়ে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করছেন তারা এই অপচিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।