মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে পুকুর ও কৃষি জমি থেকে বালু উত্তোলনের পনের হাজার ফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলার আদাঐর ইউনিয়নের হালোয়া পাড়া গ্রামের দক্ষিণে রাস্তার ব্রিজের সংলগ্ন এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন জানান, উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে। তবে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।