মডেল আশামনি ভবিষ্যতে ব্যারিস্টারও হতে চান

0
119

বিনোদন রিপোর্টঃ গত শুক্রবার সন্ধ্যায় Gala Night নাম এ Ap House Super model of The year bd 2023 season 3 ওইন্নের হন আশামনি। আশামনি একজন স্টুডেন্ট, পেশায় একজন মডেল। তিনি সুনামের সাথে বিভিন্ন রাম্প শো তে আশামনি shows টপ্পের হয়ে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। আশামনি জন্ম ঢাকায়। বাবার নাম মৃত মোসলেম আকন্দ, মা আমেনা বেগম। ৪ ভাই এবং ৩ বোনের মধ্যে আশামনি সবার ছোট। তিনি ঢাকার তিতুমীর কলেজে অধ্যায়নরত। মডেলিং এর পাশাপাশি আশামনি ভালো নাচ ও গানও করতে পারেন। ভবিষ্যতে তিনি একজন ব্যারিস্টার ও প্রতিষ্ঠিত মডেল হতে চান। এজন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here