মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছে।
আহত মোঃ আব্দুস সোবহান (৭৫) ও নাতি রিফাত (৭) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাঁশাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুই নানা-নাতি মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরতে মহাসড়ক পারাপারের সময় বাশাঁটি নামক স্থানে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাদেরকে ধাক্কা দেয়। এতে মৃত মালে মুন্সির পুত্র আব্দুস সোবহান (৭৫) ও তার নাতি রিফাত (৭) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলীকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত নানা-নাতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আর অ্যাম্বুলেন্সটি থানা হেফাজতে রয়েছে।