মসজিদে আল্লাহর নামে দান করা এক আম বিক্রি হল ৫০০০ টাকায়

0
394

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ১ টি আম ৫০০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার(৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ছাতিকামলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদে জুমার নামাজ শেষে নিলামে একটি আম ৫০০০ টাকায় বিক্রি হয়।

নামাজে আসা মুসল্লিরা জানান, ধরমন্ডল ছাতিকামলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদের নিজস্ব জায়গায় গড়ে উঠা আম গাছের একটি আম আল্লাহর নামে নিলামে ওঠে।

পরে ৫০০০ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসাবে ওই আমটি কিনে নেন ধরমন্ডল ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আলাই মিয়ার ছেলে মোঃ লিলু মিয়া।

আলাপকালে ধরমন্ডলের বাসিন্দা মুফতি ফখরুল ইসলাম বলেন, আম বিক্রির টাকাটা মসজিদ উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here