মহিপুরে ওসি আবুল খায়ের যোগদানে আইন-শৃঙ্খলার উন্নতি। সাধারণ মানুষের স্বস্তি।। 

0
158

বিশেষ প্রতিনিধিঃ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার  মহিপুর থানায় ওসি আবুল খায়ের যোগদানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক, জুয়া, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ থেকে মুক্ত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে মহিপুরের প্রিয় পুলিশ কর্মকর্তা হিসাবে সুনাম অর্জন করেছেন। ওসি আবুল খায়ের যোগদানের পর অপরাধ দমন ও অপরাধ সংক্রান্তে রহস্য উদঘাটনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজ ব্যবহার করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।অপরাধ দমনে পুলিশি সেবা মানুষের কল্যানে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও বিট পুলিশিংয়ের সহযোগিতা নিয়ে সাহসিকতার সাথে বিভিন্ন অপরাধ ও সমস্যা মোকাবেলা করে যাচ্ছেন। ইতোমধ্যে পুলিশি সেবার মান সর্বসাধারণের কাছে প্রশংসা অর্জন করেছে। তার কৌশলী দক্ষতার কারনে জনগনের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলায় পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। থানা এলাকাকে বিভিন্ন অপরাধ মুক্ত করতে তিনি এবং তার পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ জানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক ভাল। পুলিশের সেবা নিতে এখন আর কোন বেগ পেতে হয় না। বিশেষ করে বাজার এলাকায় যানজট, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে ওসি বেশ চমক দেখিয়েছেন। ওসি আবুল খায়ের বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব জনগণের জান-মাল হেপাজত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আজীবন কাজ করে যাব। এ থানাকে সব ধরণের অপরাধমুক্ত ও একটি আদর্শ থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি। এ ধারা অব্যাহত থাকবে। এ জন্য তিনি সংবাদকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here