গাজীপুর প্রতিনিধিঃ ব্যাডমিন্টন হাতে মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিপক্ষের দলও কিন্তু কম নয়। প্রতিপক্ষ গাজীপুর সিটির সদ্য দায়িত্ব পাওয়া মেয়র আসাদুর রহমান কিরণ।
শনিবার (২৭ নভেম্বর) রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ডে শক্তিশালী এই দুই দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।এ সময় স্থানীয় নেতাকর্মী ও পুলিশ সদস্যরা খেলা উপভোগ করেন। খেলা শেষে ২০-০৯ পয়েন্টে প্রতিমন্ত্রীর দল জয় লাভ করে । এর আগে, প্রতিমন্ত্রী ও ভারপ্রাপ্ত মেয়রকে ফুল দিয়ে বরণ করেন মহানগর পুলিশের উপ কমিশনার ইলতুৎ মিশ প্রমুখ।