এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ বুধবার রাতে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) আটক করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এই দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস)এর দাম প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক “মোহাম্মদ আহসানুল জব্বার”। তিনি আরো বলেন, “এই মাদকের ব্যবহারকারীরা অত্যন্ত ধনী শ্রেণির।”
গত বছর জুন মাসে অধিদপ্তর প্রায় ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ একজনকে গ্রেপ্তার করে।
টেকনাফ উপজেলার ২৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জাদিমুড়া এলাকায় বুধবারের অভিযানেও প্রায় দুই কেজি আইসের সঙ্গে আবদুল্লাহ (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত দুই বছর ধরে আইস বাংলাদেশে আসতে শুরু করেছে বলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান। তারা বলছেন, আইস থাইল্যান্ডে বেশি ব্যবহার হয়। তিনি বলেন, এই চালানটি থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে আসে। তবে এরপর কোথায় নেওয়া হত, তা নিশ্চিত হওয়া যায়নি।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জব্বার বলেন, এবারের চালানটি ধরতে প্রায় ছয় মাস গোপন অনুসন্ধান চালিয়ে আসছিলেন তারা।